ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুই পক্ষের পৃথক কর্মসূচি

নীলফামারীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নীলফামারীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী: অন্তর্দ্বন্দ্বে বিভক্ত থাকায় পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নীলফামারী জেলা জাতীয় পার্টির দুই পক্ষ।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজের নেতৃত্বে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বজলার রহমান।

এসময় সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি মাহমুদার রহমান, সাধারণ সম্পাদক মো. রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিকেলে একই জায়গায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও শেষে র্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী চৌধুরী, জেলা ছাত্র সমাজের সভাপতি আব্দুল হান্নান, জেলা যুব সংহতির নেতা মামুনুর রশিদ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক উজ্জ্বল রায়, শ্রমিক পার্টির নেতা আজাদুজ্জামান, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জলঢাকা উপজেলা মহিলা পার্টির সভাপতি নাজমা শারমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।