ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

খুলনায় জামায়াত অফিস থেকে জিহাদি বইসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
খুলনায় জামায়াত অফিস থেকে জিহাদি বইসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগরীর রয়্যাল মোড়ে মহানগর জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে বেশ কিছু জিহাদি বই, লিফলেট ও ব্যানারসহ দুই জনকে আটক করা হয়েছে।



বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন- আব্দুল হালিম ও মোকাদ্দেস আলী।
 
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে বাংলানিউজকে জানান, রাতে জামায়াত অফিসে অভিযান চালিয়ে জিহাদি বইসহ দুই জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা নিজেদের জামায়াত অফিসের কর্মচারী বলে পরিচয় দিয়েছেন।

তারা জামায়াতের কোনো পদে আছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৫
এমআরএম/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।