ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ইজতেমা উপলক্ষে মুসলিম বিশ্বের শান্তি কামনা খালেদা জিয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ইজতেমা উপলক্ষে মুসলিম বিশ্বের শান্তি কামনা খালেদা জিয়ার খালেদা জিয়া

ঢাকা: বিশ্ব ইজতেমা উপলেক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুসলিম বিশ্বসহ দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

বৃহস্পতিবার(৭ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত বাণীতে এ তথ্য জানানো হয়।



বাণীতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মুমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহ’র দরবারে দোয়া করছি, বিশ্বের সকল মানুষ যেন হিংসা, বিদ্বেষ,সংঘর্ষ, সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন-যাপন করতে পারে। ’
 
এছাড়া পৃথক এক বাণীতে বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।