ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

কেশবপুরে নাশকতার দায়ে ২ শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
কেশবপুরে নাশকতার দায়ে ২ শিক্ষক কারাগারে ছবি: প্রতীকী

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় নাশকতার দায়ে  দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. শাহজাহান আলী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।



যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার মামলায় বুধবার (৬ জানুয়ারি) রাতে কেশবপুর থানা পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠালে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের মৃত এস এম আব্দুল করিমের ছেলে মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান (৪৮) ও উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস পাড়ের ছেলে অধ্যাপক আব্দুস সাত্তার পাড় (৪৮)।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।