ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘আগে নির্বাচনে আসুন তার পর সংলাপ’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
‘আগে নির্বাচনে আসুন তার পর সংলাপ’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘সংলাপ চান ভালো কথা কিন্তু সংলাপের জন্য আপনাকে ডেকেছিলাম আপনি আসেন নাই। আপনি মানুষ মেরেছেন, গরু মেরেছেন অথচ সংলাপে যাননি।

আওয়ামী লীগ সংলাপের বিরোধী নয়। কিন্তু এখন এতদিন পর আবার কিসের সংলাপ। নির্বাচনের বাইরে থেকে কোনো সংলাপ নয়। নির্বাচনের জন্য যদি সংলাপ চান তবে নির্বাচনে আসুন তারপর সংলাপ হবে।

শুক্রবার ( জানুয়ারি ০৮) এ কথাগুলো বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, বলরাম পোদ্দার, অরুন সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।