ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী নিহত

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী শফিকুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় জাতীয় পার্টির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিক লীগ নেতাকর্মীরা।



শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী এবং সমথর্কদের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত দফায়-দফায় এ সংঘর্ষ চলে।

নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজার ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-শ্রমিক লীগ ও জাতীয় পার্টির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম নিহত হয়েছেন।

সন্ধ্যা ৬টার দিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬/ আপডেট: ১৮৪৪ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।