ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

চারঘাটে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
চারঘাটে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

রাজশাহী: নাশকতার মামলায় রাজশাহী জেলার চারঘাটের নিমপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মিজান মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গত বছরের জানুয়ারি মাসে দায়ের হওয়া নাশকতার পৃথক পাঁচ মামলায় মিজানকে গ্রেফতার দেখানো হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, দীর্ঘদিন ধরে মিজান মেম্বার আত্মগোপন করে ছিলেন। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামিনীগঙ্গারামপুর থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।