ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সড়ক দুর্ঘটনা নিয়ে সুরঞ্জিতের উদ্বেগ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সড়ক দুর্ঘটনা নিয়ে সুরঞ্জিতের উদ্বেগ প্রকাশ সুরঞ্জিত সেন গুপ্ত

ঢাকা: দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাশীল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

তিনি বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজারের মতো লোক মারা যাচ্ছে।

এটা খুবই অপ্রত্যাশিত। বিষয়টি এখন উদ্বেগের সীমা ছাড়িয়েছে। আমরা এর অবসান চাই।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ, আইনে ব্যবহার বা প্রয়োগ করতে না পারা। আমারা আইনের প্রয়োগ করতে পাচ্ছি না। গতকালও (শনিবার) টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পাশে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন। এতে এক মন্ত্রীর ছেলেও মারা গেছে। এ নিয়ে দেশবাসী আতঙ্কিত।

সড়ক দুর্ঘটনা খুবই বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।