ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-শিবির নেতাসহ ২১ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
গাইবান্ধায় বিএনপি-শিবির নেতাসহ ২১ জন কারাগারে ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি-শিবিরের দুই নেতাসহ আটক ২১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে চলমান বিশেষ অভিযানে শনিবার রাত (৯ জানুয়ারি) রাত থেকে রোববার (১০ জানুয়ারি) দুপুর পর্যন্ত  সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে বিএনপি ও শিবিরের দুই নেতাকে জেলার পলাশবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পলাশবাড়ীতে গ্রেফতার দু’জন হলেন- উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি কিশোরগাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩৫) ও জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন শিবিরের সাবেক সাথী জামায়াতের সহযোগী সংগঠক শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ধারাই বিষকুড়া গ্রামের ইউনুস আলী কালুর ছেলে রেজাউল করিম (২৪)।

এদের মধ্যে জসিম উদ্দিনকে শনিবার রাতে তার বাড়ি থেকে ও রেজাউলকে রোববার দুপুরে শহরের চৌমাথা মোড় থেকে গ্রেফতার করা হয়।

 বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।