ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘বিএনপি’র ভাঙ্গন অপরিহার্য’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
‘বিএনপি’র ভাঙ্গন অপরিহার্য’ মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: বিএনপি’র ভাঙ্গন অপরিহার্য, এ ভাঙ্গন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হানিফ বলেন, খালেদা জিয়ার ভুল সিদ্ধান্ত ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে বিএনপি’র ভেতরে অস্থিরতা কাজ করছে। কিছুদিন আগে বিএনপি’র এক নেতা পদত্যাগ করেছেন। এখন আবার তাদের জোটে ভাঙ্গন তৈরি হয়েছে। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে দোষারোপ করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দল ভাঙ্গনের কাজ করে না। তা করতেন জিয়াউর রহমান। তাই তাদের ভেতরে এখন ভয় কাজ করছে।

সোমবার (১১ জানুয়ারি) সমাবেশে বিশাল জনসমাগম করে বিএনপিকে আরও ভয় দেখিয়ে দিতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জেল হোসেন মায়া, আব্দুর রহমান, খালিদ মাহবুব চৌধুরী ও হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২০১৬
এসকে/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।