ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘দেশে গণতন্ত্র হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
‘দেশে গণতন্ত্র হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না’ ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, এক এগারোর ষড়যন্ত্র এখনও চলছে। তবে অনেকে এদিনটি ভুলতে বসেছেন।

তবে আজ হোক কাল হোক এক এগারোর কুশিলবদের বিচার করতে হবে। দেশে গণতন্ত্র হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না।
 
সোমবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘এক এগারোর ষড়যন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, এক এগারো শুরুর আগে এরশাদের বাসায় কয়েকটি মিটিং হয়েছে। তিনিই এক এগারোর জন্য দায়ী। এক এগারোর সময় সবচেয়ে বড় আঘাত এসেছে বিএনপি ও খালেদা জিয়ার প্রতি।   আমাদের  সবাইকে  ঐক্যবদ্ধ হতে হবে যাতে আর এক এগারো না আসে।

আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও মোয়াজ্জেম হোসেন আলাল।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমআইএস/এমআইকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।