ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
খালেদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সউদ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রিন্স বাতের বিন আব্দুল্লাহ আল সাউদ এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান ড. আহমদ মোহাম্মাদ আলী।

বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, মীর নাসির উদ্দিন আহমেদ ও সৌদি আরবে নিযুক্ত চেয়ারপারসনের বিশেষদূত ইনাম উল হক চৌধুরী।

এদিকে, দু’দিনের সফরে সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌঁছান সৌদি যুবরাজ। মঙ্গলবারই তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬, আপডেট ২১১৬
আইএ/

** খালেদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক সন্ধ্যায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।