ময়মনসিংহ: ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। চলছে নতুন ভোটারের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমও।
এ উপলক্ষে ২০০০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা ভোটারদের আগামী ১৫ জানুয়ারি থেকে ছবি তোলার কার্যক্রম শুরু হবে।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, পৌরবাসীরা যারা এখনো ভোটার নিবন্ধিত ও তালিকাভুক্ত হননি তাদেরকে নির্ধারিত তারিখ ও সময়সূচী অনুযায়ী তথ্য প্রদানসহ ময়মনসিংহ পৌরসভায় অফিস ভবনে উপস্থিত হয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছবি তোলার কাজ সম্পন্ন করতে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ১ থেকে ৩ নম্বর ওয়ার্ড, ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৪ থেকে ৬ নং ওয়ার্ড, ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৭ থেকে ৯ নং ওয়ার্ড, ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১০ থেকে ১২ নং ওয়ার্ড, ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ থেকে ১৫ নং ওয়ার্ড, ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ থেকে ১৮ নং ওয়ার্ড, ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯ থেকে ২১ নং ওয়ার্ড এবং বাদপড়া সবার জন্য ১০ ফেব্রুয়ারি ছবি তোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমএএম/জেডএস