ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ড. আর এ গণির প্রথম জানাজা অনুষ্ঠিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ড. আর এ গণির প্রথম জানাজা অনুষ্ঠিত ড. আর এ গণি

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর সাত মসজিদ রোডের ধানমন্ডি ঈদগাহ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।



এর আগে বিএনপির এ নেতার মরদেহ ধানমন্ডির নিজ বাসভবনে (বাড়ি-৮২৩, রোড-৯/এ) থেকে জানাজা প্রাঙ্গণে আনা হয়।

জানাজায় সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. আর এ গণির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। পরে দুপুর তিনটায় জাতীয় সংসদের তৃতীয় প্লাজায় তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপির এ নেতার তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে আমেরিকা প্রবাসী ইয়াসমিন ফারুক বাবার মৃত্যুর খবর পেয়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

এছাড়া মেঝ মেয়ে রওনক খান, ছোট মেয়ে শারমিন গণি ও একমাত্র ছেলে নূরাইন গণি বাবার মৃত্যুর সময় পাশে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমএম/আরইউ/আরআই

** সংসদ ভবনের সামনে আর এ গণির জানাজা সাড়ে ৩টায়
** আর এ গণির মৃত্যুতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি
** ড. আর এ গণির দাফন বিকেলে
** চলে গেলেন বিএনপি নেতা ড. গণি
** স্কয়ার হাসপাতাল মর্গে আর এ গণির মরদেহ
** স্ত্রীর কবরে শায়িত হবেন আর এ গণি
** ড. আর এ গণি’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক
** আর এ গণি লাইফ সাপোর্টে
** নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিএনপি নেতা ড. গণি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।