ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘খালেদার ভুলের কারণেই ভেঙে যাচ্ছে বিএনপি জোট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
‘খালেদার ভুলের কারণেই ভেঙে যাচ্ছে বিএনপি জোট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: খালেদা জিয়ার ভুলের কারণেই বিএনপি জোট ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল বা জোট ভাঙার রাজনীতি করে না।

২০ দলীয় জোট ভাঙার জন্য আওয়ামী লীগ কোনো চেষ্টা করছে না, করবেও না।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার কাজটি একটি চলমান প্রক্রিয়া। আইন মেনেই সব কিছু করা হবে।

পরে স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনময় সভায় যোগ দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মতিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মাদ নুরুল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক এম এ আজিজ।

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কথায় কথায় ধর্মঘট করবেন না। কেউ অন্যায় করলে শাস্তি নিশ্চিত করা হবে। রোগীদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না।

মোহাম্মদ নাসিম বলেন, আপনাদের সকল দাবি-দাওয়া আমি পূরণ করবো। কিন্তু রোগীদেরকে মমতামাখা সেবা নিশ্চিত করতে হবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেন না, এটা বলেছিলেন খালেদা জিয়া। কিন্তু তিনি এখন ভুল বুঝতে পেরে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাচ্ছেন। সরকারের উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার কয়েক টার্ম ক্ষমতায় থাকা দরকার।

তিনি বলেন, ২০১৯ সালের একদিন আগেও কোনো নির্বাচন হবে না। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নৌকা ও ধানের শীষের নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।