ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ধুনটে পৌর বিএনপি নেতা বাচ্চু গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ধুনটে পৌর বিএনপি নেতা বাচ্চু গ্রেফতার

ধুনট (বগুড়া): পুলিশকে মারধর ও নাশকতার মামলায় বগুড়ার ধুনট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ধুনট পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।



বাচ্চু ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের সোনাউল্লাহ সেখের ছেলে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতের বিগত হরতাল-অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনকালে হামলা চালিয়ে ৪ পুলিশ সদস্যকে আহত ও নাশকতার ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০১৫ সালের ৯ জানুয়ারি বাচ্চুর বিরুদ্ধে ধুনট থানায় নাশকতার মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালনকালে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, বিকেল ৪টার দিকে ধুনট থানা থেকে বাচ্চুকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।