ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৯টার পর রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ‍ব্যারিস্টার মওদু‍দ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে দলীয় কাউন্সিল, প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ