ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরের মান্নানের মুক্তিতে বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
গাজীপুরের মান্নানের মুক্তিতে বাধা নেই

ঢাকা: দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (১৭আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ।
দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

তিন মাসের জামিন পাওয়ায় অধ্যাপক মান্নানের জামিনে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন মাসুদ রানা। তিনি জানান, জামিনাদেশের পাশাপাশি আদালত তাকে স্থায়ী জামিন প্রশ্নে চার সপ্তাহের রুলও জারি করেছেন।

সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় এবং ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগে গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন।

গত ১৯ জুন এ মামলায় মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ১৭,২০১
ইএস/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।