ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোলাম আযমের ছেলে আযমীকে আটক, দাবি পরিবারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
গোলাম আযমের ছেলে আযমীকে আটক, দাবি পরিবারের

ঢাক‍া: যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যু হওয়া সাবেক জামায়াত আমির গোলাম আযমের ছেলে বিগ্রেডিয়ার জেনারেল (চাকরিচ্যুত) আব্দুল্লাহিল আমান আযমীকে ডিবি পুলিশ আটক করেছে বলে তার পরিবার দাবি করেছে।

সোমবার (২২ আগস্ট) রাত ১১টার পর রাজধানীর ১১৯/২ মগবাজারের বাসা থেকে তাকে আটক করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

তবে তাকে আটকের বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি।

রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বলেন, ‘পুলিশ তাকে আটক করেনি। ’

পরিবারের দাবি, তাদের বাসায় রাত ৯টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন আব্দুল্লাহিল আমান আযমীকে আটক করে। পরে রাত ১১টার পর তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
টিএইচ/এনএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।