ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে হরতাল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
খাগড়াছড়িতে হরতাল চলছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ জাতীয় সংসদে পাস হওয়ার প্রতিবাদে ও  বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে পাঁচ বাঙালি সংগঠন।

সংগঠনগুলো হলো-পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবানে এ হরতাল শুরু হয়।

সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা পার্বত্য ভূমি কমিশন কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। বৃহস্পতিবার হাটবার হওয়াতে পায়ে হেঁটে দূর-দূরান্ত থেকে চাষিদের কৃষিপণ্য আনতে দেখা গেছে।

এদিকে রাতে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোকে পুলিশী নিরাপত্তায় শহরে প্রবেশ করানো হয়েছে।

অন্যদিকে ঘুরতে আসা পর্যটকদের পুলিশ প্রহরায় পর্যটন স্পটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। উপজেলাগুলোতেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। আগামী রোববার দ্বিতীয় দফা হরতাল পালিত হবে।

১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ৯ আগস্ট আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়।

৬ অক্টোবর আইনটি জাতীয় সংসদে পাশ করা হয়। সংশোধিত আইনটি বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় এর আগেও মশাল, মিছিল, হরতাল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঙালি সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।