ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগের সম্মেলন ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
যুবলীগের সম্মেলন ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ

বগুড়া: অনেক জল্পনা কল্পনা শেষে ১৯ বছর পর বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলন ঘিরে চারদিকে উৎসবের আমেজ।

সম্মেলনে যোগ দিতে হাজারো নেতাকর্মী সভাস্থলে জড়ো হচ্ছেন।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল থেকেই জেলা ও বিভিন্ন উপজেলা শহর থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন।

বেলা বাড়ার সঙ্গে সম্মেলনমুখী নেতাকর্মীদের স্রোত বাড়তে থাকে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সম্মেলনস্থল।

শহরের প্রাণকেন্দ্র সাতমাথার সাতপাক ঘুরে নেতাকর্মীরা সম্মেলন স্থলে যাচ্ছেন। যানজট মুক্ত রাখতে শহরে বাস-ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন যোগে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশ মুখে এসে নামছেন। সেখানে থেকে তারা মিছিল সহকারে সম্মেলন স্থলের দিকে আসছেন।

নেতাকর্মীদের গায়ে রয়েছে বিভিন্ন স্লোগান সম্বলিত টি-শার্ট।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এমবিএইচ/বিএস

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।