ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ নগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ। এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা ব্যানার কেড়ে নেয়ার প্রতিবাদে কিছুক্ষণ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ।

এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা ব্যানার কেড়ে নেয়ার প্রতিবাদে কিছুক্ষণ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষোভ শেষে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল অভিযোগ করে বলেন, আমরা এখানে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে এসেছি। কিন্তু মিছিল শুরু করার আগেই আমাদের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ।

মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সভাপতি অ্যাডভোকেট জাকির, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, ছাত্রদল নেতা মাকিদ মুস্তাকিম শিপলু, বিএনপির নেতা আবুল হোসেন ও শ্রমিক নেতা মো. জুলহাস।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।