ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতি বিভক্ত হয়ে পড়েছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
জাতি বিভক্ত হয়ে পড়েছে ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্তমান শাসন ব্যবস্থায় মানুষ তার অধিকার হারিয়েছে।এতে জাতি বিভক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ বিএনপির।

জাতীয় স্মৃতিসৌধ থেকে: বর্তমান শাসন ব্যবস্থায় মানুষ তার অধিকার হারিয়েছে। এতে জাতি বিভক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ বিএনপির।

মহান বিজয় দিবসে শুক্রবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা জানানো শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, মানুষ অধিকার হারিয়েছে। ভোটের অধিকার হারিয়েছে। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে, মুক্তিযুদ্ধের বীর যারা ছিলেন তারাও আজ অবহেলিত। কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে ডাকা হয় না। কারণ তারা বিরোধী মত পোষণ করেন। গোটা জাতি আজ বিভক্ত হয়ে পড়েছে। দুর্ভাগ্য আমাদের, জাতির ঐক্য হরণ করে নেওয়া হচ্ছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য শপথ নেওয়ার আহ্বান জানান ফখরুল।

বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।