ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

সাখাওয়াতের পক্ষে ছাত্রদল সভাপতি ও সম্পাদকের গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
সাখাওয়াতের পক্ষে ছাত্রদল সভাপতি ও সম্পাদকের গণসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টু।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টু।

 

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জে ও বন্দরে ছাত্রদলের নেতাকর্মী নিয়ে প্রচার প্রচারণা করেন তারা।

এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজীব আহসানের প্রচারণার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান, দুলাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, মাহবুবুর রহমান, মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদল নেতা শাহ আলম, এসএম শৈবাল, আব্দুল জব্বার, মইনুল হাসান রবিন, শিবলি মতিন, সুমন, আকাশ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ইকবাল হক, আশরাফ মোল্লা, আলমগীর, ফতুল্লা থানা ছাত্রদল নেতা নাদিম পারভেজ অন্তু, বন্দর থানা ছাত্রদল নেতা সরোয়ার জাহান, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জে দুপুরের পর থেকে আকরাম উল হাসানের গণসংযোগের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভুইয়া, না’গঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. অপু, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, নাহিদ হাসান, ইসমাইল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।