ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়া এলে আমি পদত্যাগ করতাম: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
খালেদা জিয়া এলে আমি পদত্যাগ করতাম: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, খালেদা জিয়া যদি নারায়ণগঞ্জে আসতেন তবে আমি পদত্যাগ করে নির্বাচনী প্রচারণার মাঠে নামতাম।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, খালেদা জিয়া যদি নারায়ণগঞ্জে আসতেন তবে আমি পদত্যাগ করে নির্বাচনী প্রচারণার মাঠে নামতাম।

আমি নির্বাচনে ভোট দিতে এসেছি, আবার আমি আমার স্থানে চলে যাবো কারণ কিছু বিধি নিষেধ রয়েছে।

আমি নির্বাচনে বিধি নিষেধের জন্য প্রচারণা করতে পারিনি। কিন্তু যদি 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় শহরের বার একাডেমি কেন্দ্রে নিজের ভোট দিয়ে তিনি এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ তারা নির্বাচনে অনেক কষ্ট করেছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ফলাফলের আরমাত্র অল্পক্ষণ বাকি।  

শামীম ওসমান বলেন, নির্বাচনে আইভী জিতলেও আইসক্রিম খাওয়াবো, হারলেও খাওয়াবো। কিন্তু আইভী শতভাগ নিশ্চিত জিতবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।