দিনাজপুর: দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে ১৫টি সদস্য পদের মধ্যে ১৪ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য পদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচিত হন তারা।
দিনাজপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে নুরে আলম খন্দকার, ৩নং ওয়ার্ডে অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, ৪নং ওয়ার্ডে ফয়সল হাবিব সুমন, ৫নং ওয়ার্ডে মোস্তফা হোসেন আলম, ৬নং ওয়ার্ডে মো. নুর ইসলাম, ৭নং ওয়ার্ডে শফিকুল ইসলাম মণ্ডল, ৮নং ওয়ার্ডে আবু হান্নান মো. সাদেক ছোটন, ৯নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান ফিজার, ১০নং ওয়ার্ডে সফিকুল রায়হান, ১১নং ওয়ার্ডে নুরুজ্জামান মণ্ডল, ১২নং ওয়ার্ডে একরামুল হক, ১৩নং ওয়ার্ডে শাহজাহান আলী মণ্ডল, ১৪নং ওয়ার্ডে মো. কামরুজ্জামান এবং ১৫নং ওয়ার্ডে অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২নং ওয়ার্ডে মীরা মাহবুব, ৩নং ওয়ার্ডে তাজমেরী সেলিনা আক্তার মেরী, ৪নং ওয়ার্ডে লতিফা বেগম এবং ৫নং ওয়ার্ডে রেবেকা সুলতানা নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এএসআর