ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় এমপি লিটন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
গাইবান্ধায় এমপি লিটন গুলিবিদ্ধ

গাইবান্ধা: গাইবান্ধা: দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। 

স্থানীয়রা জানান, বিকেলে এমপি লিটন বাড়ির উঠানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজের ঘরে যাওয়ার সময় হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে আসা তিন দুর্বৃত্ত তার পায়ে ও বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায়।

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি এমপি লিটনের বাড়িতে অবস্থান করছেন। কারা কেন তাকে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।