ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে ৩ জামায়াত নেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
সৈয়দপুরে ৩ জামায়াত নেতা আটক

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-জামায়াতের উপজেলা শাখার সাবেক আমির মাহমুদুল হাসান (৪৫), তার ভাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সাবেক সভাপতি ওয়াজেদ আলী (৪০) ও আজিজুল ইসলাম (৪২)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, নববর্ষে নাশকতার আশঙ্কায় রাতে আইসঢাল গ্রাম থেকে মাহমুদুল ও তার ভাই ওয়াজেদ এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই গ্রাম থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আজিজুলকে আটক করা হয়।

তিনি আরও জানান, রোববার (১ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।