বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী।
আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়র সেলিনা আইভী বলেন, ‘শহরের মানুষ কোনো অন্যায় চায় না, অত্যাচার চায় না, অবিচার চায় না। কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না। ’
‘আমি নগরবাসীর সঙ্গে যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ উন্নয়ন চায়। ভালোভাবে থাকতে চায়। সব শঙ্কা ভয়ের ঊর্ধ্বে উঠে বসবাস করতে চায়। আমার দৃঢ় বিশ্বাস আমি সেই কাজটি করতে পারবো। ’
‘অতীতেও আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলো না এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। যেখানে অন্যায় অবিচার সেখানে আইভী প্রতিবাদ করবে। ’
উন্নয়নে বেশি গুরুত্ব দেবেন জানিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ চুনকার মেয়ে আইভী বলেন, ‘মানুষ উন্নয়ন চায়, পরিষ্কার নগরী দেখতে চায়, গ্রিন সিটি দেখতে চায়। আমি সেই কাজগুলোকে বেশি গুরুত্ব দেবো। ’
তিনি বলেন, ‘বিগত সময়ে অনেক কাজ করেছি। সেই কাজগুলো অব্যাহত রাখবো, সেগুলো শেষ করবো ইনশাল্লাহ। ’
‘নারায়ণগঞ্জের মানুষের ইচ্ছানুযায়ী নগরকে সাজানোর চেষ্টা করবেন জানিয়ে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র আইভী বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং আমার একটা এজেন্ডা ছিলো সেই এজেন্ডা মোতাবেক কাজ করার চেষ্টা করবো। ’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক সংকট বলে আমি মনে করি না নারায়ণগঞ্জে কোনো কথা আছে। ’
‘আমরা সবাই নিজেদের দল করি। একটা বড় দলে কম বেশি সমস্যা থাকতেই পারে। আমি এটিকে সমস্যা মনে করি না। ’
মেয়র হিসেবে নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসী এবং নৌকা প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬/আপডেট ১৭১০
এমইউএম/আইএ