ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ফটকের সামনেই পথসভা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সিলেটে ফটকের সামনেই পথসভা বিএনপির পুলিশের অবস্থান/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের রেজিস্ট্রি মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবু সমাবেশ স্থলে এসে পুলিশের অবস্থান দেখে ফটকের সামনেই পথসভা করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রেজিস্ট্রি মাঠের প্রধান ফটক বন্ধ থাকায় বিকেল ৩টায় ফটকের বাইরে এ পথসভা করে তারা।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বাংলানিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছিলাম।

কিন্তু প্রশাসনের তরফ থেকে চিঠির কোনো উত্তর দেয়নি।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, বিএনপির সমাবেশের অনুমতি ছিল না। তাই বিশৃঙ্খলা এড়াতে  সেখানে পুলিশ অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এনইউ/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।