ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছুটির দিনে সভা-সমাবেশ করার অনুরোধ খোকনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ছুটির দিনে সভা-সমাবেশ করার অনুরোধ খোকনের নব-নির্মিত অত্যাধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন

ঢাকা: সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে সভা-সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার (০৯ জানুয়ারি) সকালে নগরীর পান্থকুঞ্জ পার্কে নব-নির্মিত অত্যাধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।

সাঈদ খোকন বলেন, কিছু রাজনৈতিক কর্মী পুরো রাস্তা দখল করে সভা-সমাবেশ করায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর কবলে পড়ে পরীক্ষার্থী, গুরুতর অসুস্থ রোগীসহ সংশ্লিষ্টরা গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন। আমরা সবাই সচেষ্ট ও মানবিক হলে নগরবাসী এর থেকে পরিত্রাণ পেতে পারেন।

ডিএমপিকেও এ ধরনের পরিস্থিতিতে আরও দ্রুত ও সতর্কভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, সংরক্ষিত  আসনের কাউন্সিলর নারগিস আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।