বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এ শান্তি কামনা ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, টঙ্গীতে বিশ্ব ইজতেমা মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত।
তিনি আরো বলেন, আজ সারাবিশ্বে অন্যান্য জাতি-গোষ্ঠী ধর্মসম্প্রদায় এবং বিশেষভাবে মুসলমানদের ওপর চলছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। হত্যা ও পুড়িয়ে মারা হচ্ছে নারী-শিশুসহ মুসলিম সম্প্রদায়ের অগনিত মানুষকে। সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, বাড়ি-ঘর থেকে উচ্ছেদ এক বিভৎস্বরূপ লাভ করেছে। মুসলিম রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা ও তারা যেন নিজ গৃহে শান্তিতে বসবাস করতে পারেন সেজন্য আমি মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করছি।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমা।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বিএস