বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য যানা যায়।
এতে উল্লেখ্য করা হয়েছে, বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর লক্ষ্মীপুর শহরে ও বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেলার প্রত্যেক ইউনিটে বিক্ষোভ মিছিল ও শুক্রবার (২০ জানুয়ারি) মানববন্ধন করা হবে।
২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরদিন আশরাফুলের বাবা অ্যাডভোকেট মো. বদরুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুর ১টার দিকে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ চারজন আপিল করে মুক্তি পেলেও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির ও যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পি, ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব, মিরাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এজি