ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বিএনপি-জামায়াতের রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত বিএনপি-জামায়াতের রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত-ছবি: বাংলানিউজ

কুমিল্লা: নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত। এ কারণে তারা এখন দেশের, সরকারের ও মানুষের ভালো দিকগুলো দেখতে পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জন্ডিস হলে মানুষ চোখে হলুদ দেখে।

এজন্য বিএনপি-জামায়াত এখন সব জায়গায় সরকারের দুর্নীতি দেখছেন। নারায়ণগঞ্জে এতো সুন্দর নির্বাচন হলো সেখানেও তারা কারচুপি দেখেন। নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেখানেও মির্জা ফখরুল বলেছেন, তারা হতাশ নয় ক্ষুব্ধ।

বিএনপি-জামায়াতের আন্দোলনে সাড়া দিয়ে বাংলার মানুষ আর মাঠে নামবে না। যারা আন্দোলনের নামে ধ্বংস করেন তারা সাবধান হয়ে যান, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।

কাস্টমস অব কমিশনার মাহবুবুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, কুমিল্লা কর অঞ্চলের কমিশনার ড. সামস উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুমিল্লার বিজিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।