ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে শ্রমিকলীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
বরিশালে শ্রমিকলীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতিসহ ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৭ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম ও তার মামা জাকির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে শহীদুল ইসলাম এবং তার মামা জাকির হোসেন দপদপিয়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মামা-ভাগ্নেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

আহতদের দাবি, হামলার সময় দুর্বৃত্তদের মধ্যে বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সোহেল গাজী ও তার সহযোগী মিরাজ হাওলাদার ও মাসুদ হাওলাদার উপস্থিত ছিলেন।

স্বজনরা জানান, দপদপিয়ার পুরাতন ফেরিঘাটের ইজারা নিয়ে কালু গাজী এবং তার ছেলে সোহেল গাজীর সঙ্গে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

তিনি জানান, কালু গাজী ও তার ছেলের সঙ্গে শ্রমিক নেতা শহিদুলের মধ্যে বিরোধ থাকার বিষয়টিও তারা জানতে পেরেছেন। যা খতিয়ে দেখা হচ্ছে।

গত ১৩ মার্চ কালু গাজীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে ৠাব-৮ সদস্যরা। সে সময় ৠাব জানায়, কালুগাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।