ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতারা অপুষ্টিতে ভুগছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বিএনপি নেতারা অপুষ্টিতে ভুগছেন

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতারা অপুষ্টিতে ভুগছেন। তাদের কথাবার্তায় সেটা বোঝা যায়; সমালোচনাতেও তাদের পুষ্টির অভাব রয়েছে।

রোববার (০৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ভারতের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বিএনপি নেতারা যেভাবে না জেনে কথা বলছেন, তাতে মনে হয় তারা পুষ্টিহীনতায় ভুগছেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে চুক্তি বিষয়ে কথা বলায় মনে হচ্ছে বিএনপি নেতারা না জেনেই কথা বলছেন। কথা শুনে মনে হচ্ছে তাদের পুষ্টির অভাব হয়ে গেছে। তাদের পুষ্টি দরকার।

প্রধানমন্ত্রীর চলমান ভারত সফরে স্বাক্ষরিত ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে জেনে-শুনে কথা বলতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি আওয়ামী লীগ করবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে। ইতোপূর্বে ছিটমহল সমস্যা সমাধান, সমুদ্রসীমা জয়সহ অনেক বিষয়ই শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার আর নার্সরা যদি নিয়মিত দায়িত্ব পালন না করেন, তাহলে আধুনিক হাসপাতাল তৈরি করেও রোগীকে সেবা দেওয়া সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থায় আশাব্যঞ্জক উন্নতি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বাংলাদেশের প্রশংসা করেছেন।

এই সেমিনারে আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফেডারেশনের চেয়ারম্যান ডা. এস কে রায়,  জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক মাযহারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭/আপডেট ১৮৩০ঘণ্টা
এমএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।