ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যাঞ্চলের উন্নয়ন হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যাঞ্চলের উন্নয়ন হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যাঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের পর এ অঞ্চলে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ২নং রাইখালি ইউনিয়নের রায় সাহেব বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষ মহলের যড়যন্ত্রের কারণে পার্বত্য এলাকায় মাঝে মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ অঞ্চলকে একটি আর্কষণীয় পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে হবে। সারাদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসে।

বিহার পরিচালনা কমিটির সভাপতি রুবি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা পরিষদের সাবে চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসুই প্রু মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।