ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভাস্কর্য আর মূর্তি এক নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ভাস্কর্য আর মূর্তি এক নয় মানববন্ধনে হাসানুল হক ইনু-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: ভাস্কর্য আর মূর্তি এক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হেফাজতে ইসলাম ইতিহাস-সংস্কৃতির বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ভাস্কর্য তৈরির শুরু থেকেই হেফাজতে ইসলাম নানা সমালোচনা করছে।

তারা আমাদের ইতিহাসের বিরোধিতা করছে। আমাদের ইতিহাস সংস্কৃতির সঙ্গে ভাস্কর্য কথাটি জড়িত। ভাস্কর্য আর মূর্তি পূজা এক নয়। কিন্তু তেঁতুল হুজুররা সাম্প্রয়িকতা বাড়ানোর জন্য এ ধরনের অযৌক্তিক কথা বলছে। এই হেফাজত বা তেঁতুল হুজুরের সঙ্গে এসব বিষয় নিয়ে কাজ করা মানেই আত্মঘাতী।

প্রশাসন বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইনু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনি হোসেন, জাসদের ঢাকা মহানগরীর সভাপতি মীর হোসেন, অভিনেতা নাদের খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যই হেফাজতে ইসলাম তথা তেঁতুল হুজুররা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু দেশের জনগণ তাদের এই হীন স্বার্থ চরিতার্থ হতে দেবে না।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইউএম/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।