ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর ২২৭টি আলোকচিত্র প্রদর্শন করা হবে। এতে মেজর জিয়ার জীবনের নানান দিক তুলে ধরা হবে।

উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণতন্ত্রের সংকট চলছে। জাতির এ দুর্দিনে শহীদ জিয়ার কর্মময় জীবন বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে ছাত্রদলকে জিয়ার আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এএম/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।