ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের প্রতিনিধি সভা ঘিরে খুলনায় উৎসব আমেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জুন ২, ২০১৭
ছাত্রলীগের প্রতিনিধি সভা ঘিরে খুলনায় উৎসব আমেজ

খুলনা: ছাত্রলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শনিবার (০৩ জুন) সকাল ১০টায় ইউনাইটেড ক্লাব মিলনায়তনে খুলনা বিভাগীয় এ প্রতিনিধি সভা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় সভায় খুলনা বিভাগের সব ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা উপস্থিত থাকবেন।

এবারই প্রথম এ সভা উপলক্ষে খুলনা আসছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

ছাত্রলীগের বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালায় অংশ নেবেন তারা।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল শুক্রবার (০২ জুন) বাংলানিউজকে বলেন, প্রতিনিধি সভা ও কর্মশালায় বিভাগের অন্তর্গত বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, কলেজ, থানা, পৌর শাখা, ইউনিয়ন, স্কুল ও ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কসহ ১৪শ’ নেতাকর্মী উপস্থিত থাকবেন।   

এরইমধ্যে ছাত্রলীগের প্রতিনিধি সভা ঘিরে খুলনায়  উৎসবের আমেজ বিরাজ করছে। কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে সব শ্রেণীর নেতাকর্মীদের মধ্যে।

মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালার বাস্তবায়ন দপ্তর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শাহীন আলম বাংলানিউজকে বলেন, কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মহানগর ছাত্রলীগ। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভা ও কর্মশালা উপলক্ষে খুলনায় ছাত্রলীগের মধ্যে সাজ সাজ উৎসব বিরাজ করছে।

খুলনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. তসলিম হুসাইন তাজ বাংলানিউজকে বলেন, রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, গণতন্ত্র-উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখতেই দিনব্যাপী এ প্রতিনিধি সভা ও কর্মশালার আয়োজন। এ সভা ও কর্মশালার মাধ্যমে সংগঠনকে সাধারণ শিক্ষার্থী ও জনগণের কাছে আরো গ্রহণযোগ্য করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
 
মহানগর ছাত্রলীগ নেতা ও বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালার বাস্তবায়ন দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য চয়ন বালা বাংলানিউজকে বলেন, এ সভার মাধ্যমে তৃণমূল পর্যন্ত শক্তিশালী হবে ছাত্রলীগ। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মিশন ও ভিশনগুলো জনগণের সামনে তুলে ধরতে পারেন কর্মশালায় অংশগ্রহণকারী নেতারা।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।