ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট-১ আসনে ফের প্রার্থী হবেন মুহিত!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ৯, ২০১৭
সিলেট-১ আসনে ফের প্রার্থী হবেন মুহিত! অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত/ছবি: আবু বক্কর

সিলেট: সিলেট-১ আসন থেকে আবারও প্রার্থী হবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার (০৯ জুন) সদর উপজেলা কমপ্লেক্সে চা শ্রমিকদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আসন থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে 'শতভাগ আশাবাদী' বলে জানান তিনি।

এরআগে অর্থমন্ত্রী একাধিক অনুষ্ঠানে আগামী নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন এবং রাজনীতি থেকে অবসরে গিয়ে তার ভাই ড. আব্দুল মোমেনকে প্রার্থী হিসেবে নিজের স্থলাভিষিক্ত করতে যাচ্ছেন, এমন গুঞ্জন ওঠে।

‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সিলেটে সদর উপজেলার অন্তর্গত ১২টি চা বাগানের ১ হাজার ৭৯০ জন শ্রমিককে অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদফতর।

শ্রমিকদের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ৮ বছর ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রীর একমাত্র লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন। এ উন্নয়নের কথা মনে রেখে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মো. ফারাবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অধ্যাপক সুজাত আলীসহ স্থানীয় নেত‍ারা।

এরআগে সকালে অর্থমন্ত্রী সিলেটে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভূমি পরিদর্শন করেন।

পরির্শনকালে অর্থমন্ত্রী বলেন, জায়গা নির্ণয় ছিলো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বড় বাধা।   এ শঙ্কা কেটে যাওয়ায় এ বছরই বিশ্বাবিদ্যালয় স্থাপন কাজ শুরু করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।