ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিংড়ায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
সিংড়ায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে মোট ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মাষ্টার (ধানের শীষ ), জাতীয় পার্টির মাহফুজার রহমান (লাঙ্গল প্রতীক) এবং ওয়ার্কার্স পার্টি থেকে রুস্তম আলী (হাতুরি প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

স্থানীয়রা জানানা, নির্বাচনে ম‍ূলত লড়াই  হবে ক্ষমতাশীল দল আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে। সরকারি দলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার দাবী করলেও বিএনপি প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে প্রচারনায় প্রতিনিয়ত বাধা দেওয়ার অভিযোগ এনেছেন।

এছাড়া ভোট কারচুপিরও শঙ্কা প্রকাশ করছেন তারা। তবে নির্বাচন কমিশন ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৮শ ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩৯২ জন ও নারী ভোটার ৯ হাজার ৪৪৯ জন।

সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ এস জাকির হোসেন বাংলানিউজকে জানান, ওই ইউনিয়নের ১০টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। এজন্য নির্বাচনের জন্য পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, নির্বাচনী এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃংখলা বাহিনীর এক প্লাটুন র‍্যাব, এক প্লাটুন বিজিবি ও পুলিশ সদস্যরা রয়েছে তৎপর।

উল্লেখ্য, গত ৫ মে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীব কুমারের মৃত্যুতে ইউনিয়নটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী আজ এ ইউনিয়নে উপ-নির্বাচনের ভোট চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।