ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন ভণ্ডুলের ক্ষমতা বিএনপির নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
নির্বাচন ভণ্ডুলের ক্ষমতা বিএনপির নেই মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ড‍ুল করার ক্ষমতা বিএনপি নেতা-কর্মীদের নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সাভারের আমিনবাজার ইউনিয়ন নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র করার জন্য লন্ডন যাচ্ছেন।

ছেলের সঙ্গে শলাপরামর্শ করে আন্দোলন করে বিএনপি নেত্রীর লাভ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে জঙ্গিদের কঠোর হাতে দমন করায় তারা দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিরা আর নতুন করে দেশে কিছু করতে পারবে না।

উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে আগামী নির্বাচনে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকিল খন্দকার, সাধারণ সম্পাদক নাছির উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্ল্যাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।