ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিয়ানীবাজার কলেজে গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বিয়ানীবাজার কলেজে গুলিতে যুবক নিহত

সিলেট: সিলেটের বিয়ানীবাজার ডিগ্রি কলেজে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাবেলের অনুসারী লিটু আহমেদের (২৮) মরদেহ।

সোমবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কলেজের নতুন ভবনের একটি কক্ষ থেকে গুলির শব্দ পাওয়ার পর সেখানে লিটুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে কোনো পক্ষের সঙ্গে সংঘর্ষে লিটু নিহত হয়েছেন কিনা সে বিষয়ে তৎক্ষণাৎ স্পষ্ট কোনো বক্তব্য মেলেনি।



খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

 তিনি বাংলানিউজকে বলেন, দুপুরে বিয়ানীবাজার ডিগ্রি কলেজে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারে কাজ চলছে।

নিহত লিটু বিয়ানীবাজার উপজেলার খাসা পণ্ডিতপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনইউ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।