ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচনে অংশ নেবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিএনপি নির্বাচনে অংশ নেবে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি, মাঠে ময়দানেও থাকবে। বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তার নিজ বাসভবনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি আগামীতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে।

সরকার যদি মনে করে বিরোধীদলকে দাবিয়ে রেখে আবারো একটি এক দলীয় নির্বাচন করবে, তা বাংলাদেশে আর কোনোদিন হতে দেয়া হবে না’।

মওদুদ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশন দক্ষ ও নিরপেক্ষ নয়’।

তিনি আরো বলেন, ‘দেশে সুস্থ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের পদত্যাগ করা উচিত। এ নির্বাচন কমিশনার দিয়ে দেশে সুস্থ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। এ জন্য আমাদের সবাইকে ধৈর্য্যের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে’।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।