মঙ্গলবার (০৮ আগস্ট) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিনের আদালত তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেন।
খোরশেদ আলম চান্দিনা উপজেলা সদরের আল-আমিন কামিল মাদ্রাসার সভাপতি পদে থাকাকালীন সময়ে ওই মাদ্রাসার শিক্ষক কামরুজ্জামান ফারুক বিভিন্ন চেক জালিয়াতির মাধ্যমে ৫২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১১ সালে আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলাটি আদালতে চলমান অবস্থায় অভিযোগের কোনো সত্যতা না পেয়ে আদালত মঙ্গলবার তা খারিজ করে দিয়ে খোরশেদ আলমকে অব্যাহতি দেন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে খোরশেদ আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। অবশেষে আদালতের মাধ্যমে সত্য উন্মোচিত হওয়ায় আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম নবম সংসদ নির্বাচনে সংসদীয় আসন কুমিল্লা-৭ (চান্দিনা) থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
আইএ