রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমেদ বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলা এই বিতর্ক দেশের জন্য আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
তিনি বলেন, সরকার বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা বিচার বিভাগকে খাটো করার প্রচেষ্টায় লিপ্ত। অথচ তাদের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা।
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের মন্তব্যের কড়া সমালোচনা করেন মওদুদ বলেন, নিজের বিবেকবোধ থেকে এর জন্য খায়রুল হককে সরকারি পদ থেকে পদত্যাগ করা উচিত।
এ সময় আলোচনা সভায় আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা আগস্ট ১৩, ২০১৭
এমএসি/এসএইচ