ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ষোড়শ সংশোধনী বাতিলে রায়ের পর্যবেক্ষণ রাজনৈতিক’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
‘ষোড়শ সংশোধনী বাতিলে রায়ের পর্যবেক্ষণ রাজনৈতিক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ষোড়শ সংশোধনী বাতিলে রায়ের পর্যবেক্ষণকে ‘রাজনৈতিক’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘যারা আজকে টকশোতে কথা বলে তারা কারা? বাংলাদেশ আজ দু’ভাগে বিভক্ত, এক আওয়ামী লীগ আর অন্যপক্ষ অ্যান্টি আওয়ামী লীগ। যারা নীতিহীন তারা বিভিন্ন রকম কথা বলে। ‘ 

‘যেমন ষোড়শ সংশোধনী বাতিলে গত ২ তারিখে (২ আগস্ট) রায় দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি এটা নিয়ে বলছে- লজ্জা থাকলে এই সরকারের পদত্যাগ করা উচিত। ক্ষমতায় থাকার কোনো অধিকার আওয়ামী লীগের নাই-ইত্যাদি ইত্যাদি। ’

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখন কথা বলতে শুরু করেছি। তবে রায় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই রায়ের পর্যবেক্ষণে যা বলা হয়েছে তা অনভিপ্রেত। এটি একটি রাজনৈতিক পর্যবেক্ষণ। এই রাজনৈতিক পর্যবেক্ষণ নিয়ে বিএনপি উল্লাস করেছে। বিএনপির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই।  

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও চলছে। ছাত্রলীগের ভাইদের সজাগ থাকতে হবে। যারা শিশু রাসেলকে হত্যা করতে পারে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করতে চেয়েছে। সব ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে আমরা অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করবো।   

ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসকেবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।