ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভবিষ্যতে ফুলের টোকাও মানবো না: তারানা হালিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ভবিষ্যতে ফুলের টোকাও মানবো না: তারানা হালিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘ভবিষ্যতে ফুলের টোকাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেনে নিবে না।’

রোববার (১৩ আগস্ট) রাতে বরিশালের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা মৃত্যুকে ভয় পায়না।

যারা ষড়যন্ত্র করছে তাদের মনে রাখতে হবে, ২১ আগস্ট নেত্রীকে আমাদের নেতাকর্মীরা বাঁচিয়েছিলেন। আর আমাদের নেতাকর্মীরা ভয়ে বিদেশে পালায় না। ’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে তিনি বলেন, ‌‌‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে যে রায় দেয়া হয়েছে সে রায়ে জাতির জনককে ছোট করে দেখা হয়েছে। এ রায় মেনে নেয়া হবে না। প্রধান বিচারপতি বলেছেন, সংসদ অপরিপক্ব। তাহলে তার নিয়মও তো অপরিপক্ব। ’

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যু একটি পরিবারের স্বজন হারানোর বেদনা নয়, এ মৃত্যু দেশের অভিভাবক হারানোর বেদনা। ওই রাতে একসঙ্গে তিনটি বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে পশুর দল। কিন্তু বঙ্গবন্ধু এদেশের নাগরিক হিসেবেও এ হত্যাকাণ্ডের বিচার পাননি। ’  

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বরিশালের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে ১৫ আগস্টের স্মৃতিচারণ করেন আগস্ট ট্রাজেডির শহীদ জননী শাহানারা আব্দুল্লাহ। বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য চিত্র নায়িকা রোজীনা, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, মঞ্চ অভিনেত্রী তমালিকা কর্মকার, মনিরা বেগম মিমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘন্টা, আগস্ট ১৪, ২০১৭
এমএস/এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।