ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর দিনরাত পরিশ্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর দিনরাত পরিশ্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, কোরআন থেকে তেলাওয়াত, দোয়া মাহফিল, গণভোজ এবং স্থানীয় মাদ্রাসাগুলোতে কোরআন শরীফ বিতরণ করেছে শহীদ তাজউদ্দীন ও ময়েজউদ্দীন স্মৃতি সংসদ।

মঙ্গলবার (১৫ আগস্ট) গাজীপুরের কাপাসিয়ার তারাগন্জে সংগঠনটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, জাতীয় শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত জাতিতে পরিণত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

 

...শান্তিপূর্ণ, উন্নত সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়তে সমর্থন অব্যাহত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
...
অনুষ্ঠানে থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খানসহ যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।